Header Ads Widget

 


গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযান।

 


বিশ্বজিৎ চন্দ্র সরকার - বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের প্রান কেন্দে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। হাসপাতাল টিকে ঘিরে বিগত সময়ে বিভিন্ন প্রকারের দূর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও কোনো সমাধান পায়নি ভূক্তভূগীরা।আজ বৃহস্পতিবার সকালে দুদক ছদ্মবেশে সাধারণ রোগী সেজে টিকিট কাউন্টার সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন,এবং সরকারি নির্ধারিত টিকিটের মূল্য থাকা সত্বেও নেওয়া হচ্ছে অনেক বেশী টাকা।হাসপাতালের নিযুক্ত ডাক্তার থাকা সত্বেও সঠিক সময়ে উপস্থিত পাওয়া যাচ্ছে  না তাদের। হাসপাতালের গুরুত্বপূর্ন মেশিন নষ্ঠ দেখিয়ে, বিভিন্ন ক্লিনিকের সাথে আতাত করে তারা কমিশন ভোগ করছেন বলেও  প্রমান পেয়েছেন দুদকের কর্মকর্তারা । এবিষয়ে দুদকের    কর্মকর্তারা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন আমরা টিকিট বিক্রি থেকে শুরু করে সঠিক সময়ে  ডাক্তার না থাকা, গুরুত্বপূর্ণ মেশিন নষ্ট দেখিয়ে বাহিরের থেকে পরিহ্মা নিরিহ্মা করতে রোগীদের বাধ্য করাসহ বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতার প্রমান পেয়েছি ।

হাসপাতালের উপপরিচালক জিবিতেশ বিশ্বাসের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু অনিয়ম থাকতে পারে, তবে তাৎহ্মনিক সব সত্য এটা প্রমান করা সম্ভব নয়,সময় নিয়ে তদন্ত করলে বোঝা যাবে কতটা অনিয়ম ও দূর্নীতি সঠিক।

দুদকের এ অভিযানে সাধারন জনগনের সাথে কথা বললে তারা বলেন, আমরা অত্যান্ত খুশি ও আনন্দিত, আমরা মনেকরি এখন থেকে গোপালগঞ্জ এই হাসপাতালে সঠিক সেবা পাবে সাধারণ মানুষ। তারা আরও বলেন এমন অভিযান সারা বাংলাদেশে অব্যহত থাকলে সকল সাধারণত মানুষ  সঠিক সেবা পাবে বলে মত প্রকাশ করেন 

Post a Comment

0 Comments