বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামের কুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,
সোমবার বিকেল ৩ টার সময় (১৬ ডিসেম্বর ) মোঃ মুজাহিদ মন্ডলের সভাপ্রতিত্বে ও মোঃ হাসান মাসুদ রাজ্জাকের সঞ্চালনায় মতামত ও বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার সাখাওয়াত হোসেন রাসেল,প্রভাসক মনিরুজ্জামান মনির,কুমরুল পুজা কমিটির সভাপ্রতি শ্রী নিপেন্দ্রনাথ কবিরাজ, প্রভাসক মেহেদী হাসান,ব্যবসায়ীক মোঃ বাবুল হোসেন , মোঃ তুষার প্রাং ,শ্রী নিহার কবিরাজ, মোঃ মাসুদ, আব্দুল গফুর,মোঃ খবির সরকার, সভাপ্রতি তার বক্তব্যে বলেন, আমাদের গ্রামে মুসলিম,হিন্দু ও খ্রিষ্টান তিন সম্প্রদায় লোক বসবাস করে,আমরা সকলে একসঙ্গে ভাতৃত্ব সম্পর্ক রেখে বসবাস করি,বাহিরের কেহ এই গ্রামে ঢুকে কোন অপরাধমূলক কাজ করলে আমরা সবাই একসঙ্গে তা প্রতিহত করবো, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন রাসেল বলেন,৫ই আগস্ট এর পর থেকে একটি শ্রেণি নিজের স্বার্থে জমি দখল, চাঁদা, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কাজ করার চেষ্টা করছে, আমাদের গ্রামে এটা আমরা করতে দিতে পারি না, বাইরের গ্রাম থেকে এই ধরনের কেউ অপরাধমূলক কাজ করতে চাইলে আমরা আইনে সহায়তায় সকলে মিলে প্রতিহত করবো,গ্রামের প্রত্যেক পাড়া থেকে সকল ধর্মের বর্ণের শ্রেণী পেশার মানুষ নিয়ে একটি ৫১ বিশিষ্ট কমিটি গঠন করা হবে,গ্রামের সকলে এই শান্তি সমাবেশে উপস্থিত থেকে এটাকে স্বাগত জানাই
0 Comments