কবিঃ মেহেরুল ইসলাম
নিঃসঙ্গ মোরা সবাই খালি হাতে এসেছি একা।
ভালবাসাবাসা শুরু হল প্রথম যেদিন হল দেখা।
একটি বট পাতার মত ঝরে যাব পড়ে রবে ফাঁকা।
খালি হাতে যেমন এসে ছিলাম খালি হাতেই যাব ফের সাথে রবে না কোন সখা।
ভালোবাসার মূল্য হিসেবে হয়তো কেউ গড়ে যাবে একটি তাজ।
কিন্তু কেউ ফিরে পাবে না সেই হারা মমতাজ।
আদি হতে এমনই ধারা চলে আসিতেছে এপারে।
কেউ জানে না তোমার আমার দেখা হবে কিনা ওপারে।
মিছেই বেঁধেছিলাম ছোট্ট একটি বাসর ঘর।
মহা ঝড়ে হয়তো উড়ে যাবে করিয়া মোদেরে পর।
যে কয়দিন আছি হেথা দুর নীহারিকায় চেয়ে রব হেরিতে তোমার ছবি।
তোমার বিরহে আজও দহি প্রিয়া আমি এক বিরহী কবি।
0 Comments