Header Ads Widget

 


মোহনপুর প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ

 



মশিউর রহমান রাজশাহী  : 

রাজশাহীর মোহনপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে মোহনপুর উপজেলা প্রশাসন ও মোহনপুর প্রেসক্লাবের সহযোগিতায় নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মোহনপুর উপজেলা শাখার সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুর অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর প্রেসক্লাবের সহ সভাপতি আনছার তালুকদার স্বাধীন, সাধারণ সম্পাদক রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাত, সদস্য শহিনুর রহমান, শরিফুল ইসলাম, সুমন শান্ত প্রমূখ।

মোহনপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অসহায় পুরুষ-মহিলা প্রেসক্লাবে এসে শীতবস্ত্র (কম্বল) পেয়ে খুশি হয়ে বলেন, অনেকে আমাদের কথা মনে রাখেনা, আমরা বঞ্চিত হয়ে থাকি কাঁদি। তবে আপনাদের এ মহৎ আয়োজনের আমরা আজ উপকৃত হলাম। আপনাদের সকলের জন্য আমরা দোয়া করবো।

মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজনে,  মোহনপুর প্রেসক্লাবের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হলো। এমন ভাল কাজ মানুষের জন্য করা সত্যিই প্রশংসনীয়। আগামীতেও আপনারা অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন বলে আশা করছি।


Post a Comment

0 Comments