বিশ্বজিৎ চন্দ্র সরকার - ব্যুরোচীফ গোপালগঞ্জ
গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭), তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।
ওসি জনান, ওই এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ সহ কয়েকজন যুবক সেখানে যায়। পরে অপহরণ চক্রের ৫ সদস্য সিফাত খান, সাব্বির খান, ওহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যাকে গণপিটুনি দেয়। এসময় তাদের সহযোগী আরও ৮ সদস্য পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ওই ৫ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।
ওসি আরও জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা বেশ কয়েকটি অপহরণের সাথে জড়িত। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপণ দাবি করছে, এমন অভিযোগ পাওয়া যায়।
0 Comments