Header Ads Widget

 


লালপুরে দশ দিনের ব্যবধানে আবারও রেললাইনে আকস্মিক ফাটল ধীরগতিতে চলছে ট্রেন



ডেস্ক রিপোট:

 রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে আব্দুলপুর জংশনের মধ্যবর্তী আপ লাইনে এ ফাটল দেখা যায়।এদিকে মাঝে মধ্যেই এই লাইনে ফাটল দেখা দেওয়ায় দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রায়হান সমকালকে বলেন, দুপুরে আজিমনগর রেলওয়ে স্টেশনের আউটে আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারি পাড়া এলাকায় আপ লাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে বিষয়টি রেলপথ মেরামত কর্মীদের জানালে তারা মেরামতের কাজ শুরু করেছেন। ফাটলের কারণে রাজশাহী অভিমুখী ট্রেনগুলো ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করছে। স্টেশন মাস্টার আরও বলেন, ‘অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি ফেঁটে প্রায় ১ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। মেরামতের কাজ চলমান। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’ কিছু সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে জানান তিনি। এর আগে গত ২৮ নভেম্বর একই লাইনে ফাটল দেখা দিয়েছিল।

Post a Comment

0 Comments