শরীফ মেহেদী হাসান
রংপুর জেলা প্রতিনিধি (২৮/১২/২০২৪) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিকেল ৩.৩০ টা থেকে ৫.৩০ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৫.৫০ ঘটিকায় তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারের যমুনা ব্যাংকের সামনে নির্মাণাধীন ভবনে মাদক সেবনরত অবস্থায় মো: রাজু আহমেদ (৪৯), পিতা: মৃত মাহতাবউদ্দিন, সাং- অনন্তপুর, তারাগঞ্জ, রংপুর এবং মো: আমিনুর ইসলাম (৩৫), পিতা: মৃত লুতফুর রহমান, সাং- জর্দ্দিপাড়া, তারাগঞ্জ, রংপুর নামে দুইজন ব্যক্তি মাদক সেবনরত অবস্থায় ধৃত হোন।
ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসা করে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ১জনকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে এবং অপর একজনকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা। আসামিদ্বয়কে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা
0 Comments