Header Ads Widget

 


বড়াইগ্রামে প্রহরীকে বেধে গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমিটার চুরি

 নাটোর প্রতিনিধি: মোঃ কায়েস উদ্দিন


নাটোরের বড়াইগ্রামে গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেধে গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমিটার চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার রাত ১১ -১২ টার সময় উপজেলার ৫নং মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাতে  নিরাপত্তা প্রহরী আনসার প্রাং (৬০)  দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ১০ - ১২ জন চোর, পরবর্তীতে  ৩টি ট্রান্সফরমিটার পুল থেকে নিচে নামিয়ে   ভেতরের তামার কয়েল  নিয়ে যায় চোর । যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।   গভীর নলকুপের মালিক মোঃ রিমন মোল্লা বলেন, এই ট্রান্সফররমিটার চুরিতে কৃষি কাজ ব্যহত হবে,এই চোর চক্রকে  ধোরতে প্রশাসনসহ এলাকাবাসির সহযোগিতা আহবান করছি। সকালে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ট্রান্সফরমিটার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Post a Comment

0 Comments