Header Ads Widget

 


রংপুরে যথাযথ মর্যাদায় ১৬ই ডিসেম্বর পালন।

 



শরীফ মেহেদী হাসান।

 রংপুর জেলা প্রতিনিধি। 

আজ ১৬ ডিসেম্বর ২০২৪ রংপুর জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস-২০২৪ পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে টাউন হলের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান বিভাগীয় কমিশনার, রংপুর, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক,  রংপুর জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, এসপি, রংপুর, বীর  মুক্তিযোদ্ধারা বিভাগীয় ও জেলা পর্যায়ের বিবন্ন সরকারি, বেসরকারি দপ্তর সহ রংপুর জেলার সর্বস্তরের মানুষ। সকাল ৯ টায় রংপুর জেলার সার্কিট হাউস প্রাঙ্গনে সমবেত জাতীয় সংগীত গাওয়ার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন মান্যবর বিভাগীয় কমিশনার,  রংপুর। পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বীর শহিদ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।বাদ যোহর জেলা মডেল মডজিদ দোয়া মাহফিলের মাধ্যমে শহিদদের আত্নার মাগফেরাত ও মুক্তিযোদ্ধার জন্য দোয়া করা হয়

Post a Comment

0 Comments