Header Ads Widget

 


সিংড়ায় সৎ মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

 



সিংড়া নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সৎ মায়ের বিরুদ্ধে মোছাঃ হাওয়া খাতুন (৮)নামে এক শিশুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার ( ৯ ডিসেম্বর) সকাল আটটার দিকে  উপজেলার হাতিয়ান্দহ  ইউনিয়নের দিঘল গ্রামে এঘটনা ঘটে। 

জানা যায়, নাটোর সদর থানাধীন গোকুল নগর গ্রামের মোঃ হাফিজুল ইসলাম  তার আট বছরের মেয়ে মোছাঃ হাওয়া খাতুন ও তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ নুপুর বেগম কে নিয়ে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে মোঃ নজরুল ইসলামের পুকুর পাহারা দেওয়ার জন্য গ্রামের উত্তর মাঠে পুকুর পাড়ে একটি ঘরে বসবাস করত। সোমবার সকালে মোছাঃ নুপুর বেগম তার সতিনের মেয়ে মোছাঃ হাওয়া খাতুন (৮)কে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করে পুকুরের পানিতে পেলে দেয়। তারপর স্বামী স্ত্রীর মধ্যে বিরোধী জের ধরে মোঃ হাফিজুল ইসলাম বিষ পান করে, হাফিজুল সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন অবস্থায় আছে।


স্থানীয় লোকজন জানার পরে নিহত আট বছরের শিশু হাওয়া খাতুনের লাশটি উদ্ধার করে পুকুরের পারের উপরে রেখেছে ও সৎ মা মোছাঃ নুপুর বেগম কে আটক করে রেখেছে। 


ঘটনাস্থলে সিংড়া থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ।


Post a Comment

0 Comments