নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের ৬টি সহ জেলার ৩৪টি খ্রিস্টান ধর্মপল্লীতে উৎসব মুখর পরিবেশ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে শুভ বড়দিন। ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্ট জন্মলাভ করায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ হিসেবে পালন করে থাকে। বড়দিন উপলক্ষে সকল গির্জা ও ধর্মপল্লীর বাড়ি-ঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলপনা আঁকা হয়েছে গির্জা ও বাড়ির প্রাঙ্গণ। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টা ও ৯টায় জেলার সবচাইতে বড় ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়ার লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক গির্জাতে বড়দিনের বিশেষ খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয়। প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা খ্রিস্টযোগ পরিচালনা করেন। খ্রিস্টযোগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটা হয় ও পরে কীর্তন ও পিঠা-পুলি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে তার আগমন ঘটেছিল। তারা বলেন , চেতনা আর মননে সব সময় যিশু বিরাজমান, বড়দিনের উৎসবের মধ্য দিয়েই বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোরের জেলা প্রশাসক জেলা প্রশাসক আশমা শাহীন জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে বড়দিন উদযাপন করতে পারে সে জন্য গির্জাগুলোতে পুলিশ ও সেনা সদস্য মোতায়েনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধী জন।
0 Comments