Header Ads Widget

 


রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম কে দায়িত্বভার অর্পন করলেন বিদায়ী পুলিশ সুপার

 

শরীফ মেহেদী হাসান 

রংপুর জেলা প্রতিনিধি। 


আজ ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি: অপরাহ্নে পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে নবাগত পুলিশ সুপার  মোঃ আবু সাইম দায়িত্বভার অর্পন করেন বিদায়ী পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  এসময় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদায়ী পুলিশ সুপার।  এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সগণ।

উল্লেখ্য যে, বিদায়ী পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় গত ৩১/০৮/২০২৪ খ্রিঃ পুলিশ সুপার, রংপুর হিসেবে যোগদান করেন। জুলাই/২৪ এর পর পরিবর্তিত পরিস্থিতিতে তিনি রংপুর জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, চোরাচালান, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন রোধে তথা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।

বিদায়ী পুলিশ সুপার অত্র জেলায় কর্মকালীন সময়ে তাঁর মেধা, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সুশৃঙ্খলভাবে জেলা পুলিশের সকল কার্যক্রম সম্পাদন করেছেন। বিভিন্ন সময়ে সাহসী পদক্ষেপ, অধঃস্তন পুলিশ সদস্যদের কল্যাণ, ছুটি এবং সর্বোপরি রংপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি অনন্য ভুমিকা রাখেন।

সদ্য যোগদানকৃত রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবু সাইম ২৫তম বিসিএস এর একজন সৎ, মেধাবী ও দক্ষ পুলিশ অফিসার। তিনি সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষে দেশে ফিরে অত্র জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করলেন। 

বিদায়ী পুলিশ সুপার  ও সদ্য যোগদানকৃত পুলিশ সুপার প্রতি রংপুর জেলা পুলিশের  ও সাধারণ জনগণের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন ও শুভকামনা।


Post a Comment

0 Comments