Header Ads Widget

 


লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

 

ডেস্ক রিপোটঃ 

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ইসলাম (৫০) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরিফ (২৪) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশে এঘটনা ঘটে। নিহত ইসলাম উপজেলার লক্ষণবাড়ি গ্রামের এমাজউদ্দীনের ছেলে ও আহত আরিফ ধলবিলা গ্রামের রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সালামপুর থেকে লালপুরগামী একটি চার্জার ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী ইসলাম মারা যান। আর আরিফকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, মরাদেহ উদ্ধার করে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।


Post a Comment

0 Comments