Header Ads Widget

 


বড়াইগ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত

 

নাটোর প্রতিনিধিঃ

 নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে উৎসবমূখর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নতা ও হাত ধোয়া ক্যাম্পেইন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত বুুধবার উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি বের করা হয়। তৎপর, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রউফ, উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম ও তারুণ্যের অহঙ্কার যুবসমাজ।

 দিবসটিতে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চত্বর ও  উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান কমিটির আয়োজনে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠান ঘুরে-ঘুরে পরিদর্শণ করেন।


Post a Comment

0 Comments