Header Ads Widget

 


হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ।

শরীফ মেহেদী হাসান। 

রংপুর জেলা প্রতিনিধি। 

আজ ২২শে ডিসেম্বর ২০২৪ ইং এ হারিয়ে যাওয়া  মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিল পুলিশ, প্রকৃত মালিককে হারিয়ে যাওয়া মোবাইল বুঝিয়ে দিয়েছে পুলিশ।

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়  বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে তারাগঞ্জ থানার এ এস আই শাহান, পুলিশ অফিসার শাহানের মাধ্যমে এর মধ্যে তারাগঞ্জ থানায়  ৫০ থেকে ৬০ টি  হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তারাগঞ্জ থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তারাগঞ্জ  থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এ এস আই শাহান মোবাইল ফোন উদ্ধার করে।

রবিবার অফিসার ইনচার্জ তারাগঞ্জ থানার এর উপস্থিতিতে সর্বশেষ উদ্ধারকৃত মোবাইলটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ সব মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে থানায় জিডি কর হয়।  হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিক মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা  পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে ব্যাংক  কর্মকর্তা আবু সুফিয়ান তারাগঞ্জ থানা পুলিশকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং তিনি আরও বলেন পুলিশে এরকম সৎ মনোভাব পুলিশের  প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে।


Post a Comment

0 Comments